Weather Update:রাতে ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে রাজ্যে

November 14, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে  এই বছর শীত এসেছে অনেক আগেই এবং ২০২৪-র তুলনায় অনেক বেশি ঠান্ডা পড়তে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় জমে উঠবে প্রকৃত শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামে তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রাতে ঠান্ডার দাপটও ক্রমশ বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নাহলেও নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়ার জোর আরও বাড়তে চলেছে।

আলিপুর উত্তরবঙ্গেও কুয়াশার প্রভাব রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen