Weather Update: নতুন বছরের দ্বিতীয় দিনে রাজ্যে কেমন থাকবে শীতের আমেজ?
January 2, 2026
|
< 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে হয়েছে এই সপ্তাহে আর খুব একটা শীত থাকবে না। যদিও আগামী মঙ্গলবার থেকে আবার জাঁকিয়ে শীত পড়বে ।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবারও এই জেলাগুলোয় থাকবে ঘন কুয়াশা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গেই ঘন কুয়াশার দাপট থাকবে।