Weather Update: বছর শেষে কনকনে ঠান্ডা, ২৬-র প্রথম দিন তুষারপাতের পূর্বাভাস দার্জিলিংয়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের দার্জিলিঙে বরফ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২-৩ দিন সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে জারি হয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতা। ২০২৬ সালের প্রথম দিনেই বরফ পড়তে পারে দার্জিলিংয়ে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল বছরের শেষ কয়েকটা দিন পারদ ওঠানামা করবে রাজ্যে। বর্ষবরণে কনকনে ঠান্ডা থাকবে। বছরের শেষ রবিবার আবার কিছুটা বেড়ে গিয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির কাছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও বদল ঘটবে না। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেরই পারদ ২-৩ ডিগ্রি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার দিন সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে।