Weather Update: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, রাজ্যের কোথায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দ্রুত উত্তর-পশ্চিম দিকে এগচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। আজ সকালেই এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ল্যান্ডফল হওয়ার সময় ঘূর্ণিঝড় মান্থার গতি থাকবে ঘণ্টায় ১১০ কিমি।
আজ মঙ্গলবার মান্থার জেরে বাংলার কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। এই সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকালও হলুদ সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে।