Weather Update: রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা! কোথায় হবে ল্যান্ডফল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মান্থা নিয়ে দিল বড় আপডেট। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত গভীর নিম্নচাপে। আজ গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরে ল্যান্ডফল করবে অন্ধ্র প্রদেশে। ল্যান্ডফলের সময় গতিবেগ হবে ১১০ কিমি প্রতি ঘন্টা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদল হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।