Weather Update: ভোরে ঘন কুয়াশার দাপট ও কনকনে ঠান্ডা রাজ্যজুড়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তুরে হাওয়ার জেরে রাজ্যে জমে উঠছে শীত। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তর-পশ্চিম দিক দিয়ে শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলায়। যার ফলে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল শুষ্ক ঠান্ডা হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে ভোরে । উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই সাতটি জেলায় বুধবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে যার ফলে সকালে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে।, ট্রেন পরিষেবাতেও দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতায় গত দু’দিনের তাপমাত্রার দেখলে বোঝা যাচ্ছে, শীতের দাপট বাড়ছে। সোমবার ভোরে পারদ ছিল ১৫ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি কম।