Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, সারা রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
দার্জিলিং, কালিম্পং-র পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা আছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ চলবে শুক্রবার পর্যন্ত। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। দার্জিলিং, কালিম্পং-র পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা আছে।