Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ যেটা ক্রমে শক্তি বৃদ্ধি করবে যার ফলে রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে আজ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই জানাল আবহাওয়া দপ্তর। । শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবারও এই দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।