Weather Update: জেনে নিন আগামী কয়েকদিন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে
November 4, 2025
|
< 1 min read
Published by: Ritam

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় আগামী এক সপ্তাহ শুকনো আবহাওয়া বজায় থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কমবে তবে বুধবার দক্ষিণঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে উত্তরের জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই মুহূর্তে পাওয়া খবর বলছে দার্জিলিং এবং কালিম্পংয়ে রাতের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১৩ ডিগ্রির ঘরে। শুষ্ক আবহাওয়া এবং ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাচ্ছে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।