Weather Update: সামনে বড়দিন, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই বঙ্গেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে। আজ ঘন কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে বড়দিনের আগে ফের রাতের পারদ নামবে। দক্ষিণের জেলাগুলোতে – হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে আকাশ পরিষ্কার থাকবে সঙ্গে ঘন কুয়াশা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলায় রাতে কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে।