Weather Update: রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া! উপকূলে আশঙ্কা রয়েছে যার ফলে উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রত্যেক জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতি পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের ৫ জেলা– দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার মালদা-সহ নীচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।