Weather Update: আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে
শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল এবং শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোয় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এ আজ ভারী বৃষ্টি হবে। শনিবার ও রবিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টি ফলে তিস্তা তোর্সা জলঢাকা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।