Weather Update: বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের 

December 23, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে । ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি থাকবে। ২৫ ডিসেম্বর তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রিতে। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বড়দিনে ৯ ডিগ্রিতে নামতে পারে পারদ। ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থাকতে পারে। শিলিগুড়ির ১১ ডিগ্রি, মুর্শিদাবাদ, বহরমপুর, আসানসোলে ১২ ডিগ্রি, বিষ্ণুপুরের ক্ষেত্রে ১১ ডিগ্রি, হাওড়া, মেদিনীপুরে ১৩ ডিগ্রি, দিঘা, সুন্দরবন, ডায়মন্ড হারবার, আলিপুরের ক্ষেত্রে ১৪ ডিগ্রিতে নামবে পারদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen