Weather Update: রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে জানাল আবহাওয়া দপ্তর
November 21, 2025
|
< 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২২ নভেম্বর অর্থাৎ শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ঢুকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিতে তার সরাসরি প্রভাব পড়বে।
কিন্তু এই নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যে পৌঁছবে কি না, তা স্পষ্ট করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে কোনওভাবেই শীতের আমেজ মিলবে না। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর।