Weather Update: ফের নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কত দিন চলবে দুর্যোগ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে নিম্নচাপটি রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। সকাল থেকেই রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ১৫, ১৬ ও ১৭ জুলাই তিনদিনই ভাসবে দক্ষিণবঙ্গ। ১৮জুলাই থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। ২০ জুলাই থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে চলেছে বীরভূম ও মুর্শিদাবাদে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।
নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। আজ বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।