Weather Update: বাংলা জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের আমেজ মিলতে শুরু করেছে গোটা বাংলায়। আগামী দিন কয়েক শীতের এই শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
পরের সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায়। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। যদিও খুব বেশি পারদ পতনের পূর্বাভাস আগামী এক সপ্তাহে নেই। ভোরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা নামবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে রাতে ও সকালে অনুভূত হচ্ছে শীতের আমেজ। উপকূলবর্তী জেলাগুলোয় কুয়াশা পড়বে বেশি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গেও পারদ পতন হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় কুয়াশায় ঢেকে থাকবে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।