Weather Update: দক্ষিণবঙ্গের এই সাত জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
গতকাল রাত ১০ টা থেকেই ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলা ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। গতকাল রাত ১০ টা থেকেই ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের ৭ জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এখনও পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার ও ঝলমলে আকাশ রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে বেশি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।