Weather Update: টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:০০: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ।শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত ঘূর্ণাবর্তে। এই নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, হাওড়া, দুই বর্ধমানে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।।
আগামীকাল থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।