Weather Update: আজ ভাইফোঁটা, কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। রবিবার ও সোমবার এই জেলাগুলির সঙ্গে যোগ দেবে ঝাড়গ্রাম। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার এই জেলাগুলির সঙ্গে যোগ দেবে কোচবিহার। এই পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। যদিও সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থাকবে।