Weather Update: সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট বাংলার একাধিক জেলায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: বাংলায় আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দুপুরে জানানো হয়েছে, ওড়িশার ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে রাজ্যের উপর প্রভাব ফেলবে। এর ফলে উৎসবের আমেজে বিঘ্ন ঘটতে পারে, পাশাপাশি কৃষিক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস (৩-৯ অক্টোবর)
– ৩ অক্টোবর: সব জেলায় বৃষ্টি। বীরভূমে অতি ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। বজ্রঝড় ও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
– ৪ অক্টোবর: বজ্রঝড়ের সম্ভাবনা সব জেলায়, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। ঝোড়ো হাওয়া ৩০-৪০ কিমি বেগে।
– ৫-৬ অক্টোবর: বজ্রঝড় ও বৃষ্টি অব্যাহত। নদীয়া, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
– ৭-৯ অক্টোবর: হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রঝড়ের সম্ভাবনা দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।
উত্তরবঙ্গের পূর্বাভাস (৩-৯ অক্টোবর)
– ৩ অক্টোবর: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। বজ্রঝড় ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
– ৪-৫ অক্টোবর: জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি (২০ সেমি+)। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
– ৬-৯ অক্টোবর: কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
– দার্জিলিং ও কালিম্পং: ভূমিধস, জলাবদ্ধতা, কাঁচা রাস্তার ক্ষতি ও ফসলের ক্ষতির আশঙ্কা।
নদী পরিস্থিতি: তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে।
সমুদ্র ও বন্দর: বঙ্গোপসাগরে ৩৫-৪৫ কিমি বেগে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে সতর্ক সংকেত নম্বর ৩ জারি করা হয়েছে।