Weather Update: রাজ্যজুড়ে আগামী সপ্তাহে কমবে বৃষ্টি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্ষা প্রায় শেষ পর্যায়ে চলছে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদীয়ায় আজ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আগামী সপ্তাহে হাওয়ার দিকবদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনা তৈরি হবে রাতে ও সকালের দিকে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য সহ ওপরের ৫ জেলায় আগামী তিনদিন খুব হালকা মাঝারি বৃষ্টি হবে তারপর আর বৃষ্টি উত্তরবঙ্গে হবে না বলে জানাল আবহাওয়া দপ্তর। এরপর রাজ্য জুড়ে উত্তুরে হাওয়া ঢোকা শুরু হবে। বুধবার থেকে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।