Weather Update: উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সম্ভাবনা কম

আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

August 11, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
বাংলাজুড়ে জারি বৃষ্টি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: উত্তরবঙ্গের কাছে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে, তার জেরে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে অবশ্য সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে।

সোমবার উত্তরবঙ্গের তিনটি জেলার (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং) একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং দার্জিলিঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলার (উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। কারণ কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। উঠবে না ঝড়ও।

মঙ্গলবার আরও বেশি সংখ্যক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর; বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার (স্বাধীনতা দিবস) এবং শনিবার (জন্মাষ্টমী) দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen