Weather Update: আজ শনিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকবে।
নভেম্বরের শুরুতে যে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছিল বঙ্গবাসী নিম্নচাপের জেরে সেই আমেজ ভেস্তে যেতে পারে নভেম্বরের শেষ ১০ দিন। নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।নিম্নচাপের প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত রাজ্য জমিয়ে শীত অনুভব করতে পারবে না।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ একই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ থাকবে ১৪ ডিগ্রির মতো। ভোরের দিকে কুয়াশা সবচেয়ে বেশি থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। কিছু ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যাবে ঘন কুয়াশায় যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর শীত আবার ঝোড়ো ব্যাটিং করবে সারা রাজ্যে।