Weather Update: রাজ্যের কিছু জেলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস, জারি সতর্কতা
আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সারাদিন মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবারও একই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।