Weather Update : দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের!
দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদীয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় প্লাবনের শঙ্কা আছে। তিস্তার নিচু এলাকায় নতুন করে প্লাবন হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে তুমুল ঝড়বৃষ্টির অ্যালার্ট ৭ জেলায়! কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদীয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।