Weather Update: আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা, মাটি হবে পুজোর শপিং
রবিবার ছুটির দিনে পুজো শপিংয়ের প্ল্যানিং থাকলে, অবশ্যই ছাতা সঙ্গে নিয়ে বের হন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিতে ফের বৃষ্টি নামতে পারে শহরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: রবিবার ছুটির দিনে পুজো শপিংয়ের প্ল্যানিং থাকলে, অবশ্যই ছাতা সঙ্গে নিয়ে বের হন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিতে ফের বৃষ্টি নামতে পারে শহরে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। শনিবার দিনভর চড়া রোদের দেখা মিললেও এদিন ভোর থেকেই আকাশে রোদ আর মেঘের খেলা চলছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল তা পশ্চিমে সরে গিয়েছে। তবে, একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে কয়েকটি জেলার উপর দিয়ে। মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়। ফলে বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এতেই তৈরি হচ্ছে বৃষ্টি নামার পরিস্থিতি। তবে আগের চেয়ে বৃষ্টির পরিমাণ কম থাকবে।
রবিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন জেলায়। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং নদিয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎনসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে পুজোর কেনাকাটা করতে বের হলে, সমস্যা হতে পারে বৃষ্টির কারণে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে ভারী বর্ষণ। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের সতর্কতা জারি রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বেড়েছে। ভারী বৃষ্টির কারণে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দৃশ্যমানতাও কম থাকবে।