Shahid Dibas: আজ ২১ জুলাই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা, কী বলছে আবহাওয়া দপ্তর?

July 21, 2025 | 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ সোমবার ২১শে জুলাই, তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। ধর্মতলায় প্রতি বছরের মতো এ বছরেও মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্য শীর্ষনেতারা এই সভায় থাকবেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছেন কলকাতায়। প্রতিবছরই এদিন কমবেশি বৃষ্টিপাত হয়। এই বছরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।

গত দু’দিন বৃষ্টি কিছুটা কম ছিল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এরই মধ্যে রবিবার ফের হঠাৎ বৃষ্টি শুরু হল কলকাতা সহ একাধিক জেলায়। ফের দুর্যোগের সম্ভাবনা বঙ্গে। ইতিমধ্যেই গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৩ জুলাই) থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও আপাতত দক্ষিণবঙ্গে মুষলধারে বর্ষণের কোনও সতর্কতা নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকার সম্ভাবনাও রয়েছে।

সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সেই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রযেছে।

সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে, কিন্তু বুধবার থেকে ফের তা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তখন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও প্লাবনপ্রবণ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen