Weather Update: দক্ষিণে কমবে দুর্যোগ, উত্তরে ভারী বর্ষণ! কেমন থাকবে আজকের আবহাওয়া?
রবিবার, ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। টানা দুর্যোগ পেরিয়ে অবশেষে বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৮:০০: রবিবার, ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। টানা দুর্যোগ পেরিয়ে অবশেষে বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। শহরবাসী আজ পুজোর শপিং করতে বেরিয়ে পড়তেই পারেন। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখন ঘুর্ণাবর্ত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ বৃষ্টি কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে। বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গে অতিবৃষ্টির চরম সর্তকতা জানিয়েছে হাওয়া অফিস। অতিবৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। অতিবৃষ্টির আশঙ্কা দার্জিলিং ও কোচবিহারেও। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে।
আজ দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়াতে তা পৌঁছে যেতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৯৮ শতাংশ।