Weather Update: সপ্তাহান্তে বৃষ্টিতে বিঘ্ন ঘটবে পুজোর শপিং? জেনে নিন আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম,বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় আজ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো দমকা হাওয়া বইবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে।