Weather Update: আজ নতুন বছরের শুরু, কেমন থাকবে রাজ্যে শীত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থাকবে।
রাজ্য জুড়ে দাপিয়ে ব্যটিং করছে কনকনে শীত। নতুন বছরের শুরুতেও কি শীতের এই ব্যাটিং অব্যাহত থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে বেশ কয়েকটি জেলায়। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘন কুয়াশার দাপট থাকবে। আবহাওয়া দপ্তর জানাল উত্তরবঙ্গে বছরের শুরুর কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।
উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডায় জমে যাচ্ছে মানুষজন। শ্রীনিকেতন, সিউড়ি, আসানসোল, নদিয়া–রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৬-৮ ডিগ্রির ঘরে নেমে ঠান্ডা আরও তীব্রতর হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১০ ডিগ্রি। কোথাও ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চড়তে পারে। আবহাওয়া দপ্তর বলছে, নতুন বছরের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কিছুটা কমবে। আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল দার্জিলিঙে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙেও হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা।