Weather Update: আজ পয়লা ডিসেম্বর, কবে পড়বে জাঁকিয়ে শীত?
December 1, 2025
|
< 1 min read
Published by: Ritam

আজ পয়লা ডিসেম্বর। আবহাওয়া দপ্তর জানিয়েছিল শীত পড়বে ডিসেম্বরের শুরুতে। সকালে কুয়াশা থাকলেও বেলার দিকে বেশ গরম অনুভূত হচ্ছে। ঠিক কবে থেকে আরও পারদ পতন শুরু হবে? জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা সম্ভব হবে?
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং কাল রাজ্যে একই থাকবে আবহাওয়া। যদিও তারপর থেকে কমতে পারে তাপমাত্রার পারদ। সেটা ৩ ডিগ্রি পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে। আরও কয়েকদিন পর জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্যবাসী।