Weather Update: ফের কী বৃষ্টি? সপ্তাহান্তে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: রাজ্যে বৃষ্টির দাপট কমলেও এখনই স্বস্তি মিলছে না। ঝাড়খণ্ডে দুর্বল হয়ে যাওয়া নিম্নচাপ সরে গেলেও দক্ষিণবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর জেরে আগামী ২২ জুলাই পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রইল বাংলার প্রতিটি জেলার আবহাওয়ার আপডেট, দেখে নিন একনজরে
দক্ষিণবঙ্গ
বর্তমানে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখার প্রভাব বজায় থাকলেও বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবু বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি চলবে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হতে পারে। অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও তা হবে ছিটেফোঁটা ভাবে।
শুক্রবার থেকে বৃষ্টির দাপট আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত রাজ্যের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করার প্রয়োজন পড়ছে না।
এদিকে আজ থেকেই রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে অস্বস্তির মাত্রাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে একাধিক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে কিছু জেলায় সতর্কতাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির দাপট আরও বাড়বে। সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে। তবুও উত্তরবঙ্গের পার্বত্য ও নিম্নভূমি অঞ্চলগুলিতে বৃষ্টির ফলে জলস্ফীতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতা
আজ কলকাতার আকাশ সারাদিনই আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না-ও হতে পারে, ফলে আর্দ্রতা থেকে অস্বস্তি অনুভূত হবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে অনুমান।
এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশেরও বেশি থাকবে, যা অস্বস্তি আরও বাড়াতে পারে।