Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের
গতকাল দুপুর ১টা থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গোটা রাজ্যে দুর্যোগের মেঘ ঘনিয়ে এসছে। রাজ্যের প্রত্যেক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গতকাল দুপুর ১টা থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজও কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।তিস্তা-তোর্সা-জলঢাকা নদী ফুঁসছে। পাহাড়ি এলাকায় ধস নামার আগাম সতর্কতা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।