Weather Update: দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতায় আজ থেকে কমবে বৃষ্টি।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি– এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলো হল – পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর। এই ৭ জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে কমবে ঝড়বৃষ্টির পরিমাণ ও বাড়বে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতায় আজ থেকে কমবে বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।