বুথফেরত সমীক্ষা – বিজেপিকে কটাক্ষ সৌগতর

তিনি বলেন, ‘অমিত শাহ বলেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পাবে। কিন্তু কোনও সমীক্ষাতেই তাঁর দাবি বাস্তবায়িত হওয়ার ইঙ্গিত মেলেনি।’

April 30, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক মাসের হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধের পর বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে বুথফেরত সমীক্ষা। তাতে সরকার গঠনের দৌড়ে বিজেপির থেকে কিছুটা এগিয়ে তৃণমূল। আর এতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। নিজের উচ্ছ্বাস গোপন করেননি দলের মুখপাত্র সৌগত রায় (Saugata Roy)। যাবতীয় কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার প্রকাশিত প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষায় সরকার গঠনের দৌড়ে বিজেপির থেকে সামান্য এগিয়ে তৃণমূল (Trinamool)। উলটো দিকে যে কয়েকটি সংস্থা বিজেপি সরকার গড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারাও সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে নামেমাত্র। বুথফেরত সমীক্ষার (Exit Polls) ওপর প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌগতবাবু বলেন, ‘বাংলায় এবারের লড়াই ছিল বাঙালি বনাম বহিরাগত। তার সঙ্গে নির্বাচন কমিশনের ভূমকাতেও ক্ষুব্ধ ছিল বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে পায়ে চোট নিয়ে মানুষের দোরে দোরে পৌঁছেছেন। তারই প্রতিফলন হয়েছে বুথফেরত সমীক্ষায়।’

বিজেপির (BJP) দাবি খণ্ডন করে সৌগতবাবু বলেন, ‘এবার বাংলায় নির্বাচনে সন্ত্রাসের আবহ থাকলে সেই ব্যর্থতা কমিশনের, কেন্দ্রীয় বাহিনীর। গোটা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু ছাড়া কারও মৃত্যু হয়নি। এত শান্তিপূর্ণ নির্বাচনের পরেও বিজেপি সন্ত্রাসের অভিযোগ তুললে বুঝতে হবে তারা হার স্বীকার করে নিয়েছে।’

তিনি বলেন, ‘অমিত শাহ বলেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পাবে। কিন্তু কোনও সমীক্ষাতেই তাঁর দাবি বাস্তবায়িত হওয়ার ইঙ্গিত মেলেনি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen