৯ সেপ্টেম্বর খুলছে রাজ্য বিধানসভা

দুদিনের সভার প্রথম দিন হতে পারে অবিচুয়ারি। দ্বিতীয় দিন সভায় উত্থাপিত হতে পারে কয়েকটি বিল। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিধানসভা কর্তৃপক্ষ৷

August 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

 আগামী ৯ সেপ্টেম্বর খুলছে রাজ্য বিধানসভা৷ ওই দিন বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ঠিক হবে, ক’দিন চলবে অধিবেশন৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার জানালেন বিধানসভার স্পিকার বিধান বন্দ্যোপাধ্যায়৷

গত ১৬ এপ্রিল শেষ হয়েছিল বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন৷ সেই দিক থেকে আগামী ১৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে ছয় মাসের সময়সীমা৷ সংবিধানের রীতি অনুযায়ী, ৬ মাস অতিক্রান্ত হওয়ার আগেই বিধানসভার অধিবেশন ডাকাই বিধি৷ কিন্তু করোনার জেরে সে বিধি মানা মুশকিল৷ তাই শেষমেশ নিয়ম রক্ষার্থেই দু দিনের অধিবেশন হতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বলে খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোনও দিন নির্ধারিত হয়নি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘এখনও কিছু চূড়ান্ত নয়। ৯ তারিখ বিএ কমিটির বৈঠকের পর স্থির হবে কত দিন চলবে অধিবেশন৷’

এদিকে বিধায়ক মহলে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে এই বিশেষ সময়ের সম্ভাব্য অধিবেশন নিয়ে। বিধানসভা সূত্রের খবর, বিধানসভা কক্ষে ঢোকবার মুখে বসানো হতে পারে স্যানেটাইস প্যানেল। সেই সঙ্গে হাত ধোওয়া ও মুখে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হতে পারে অধিবেশন চলাকালীন।

কিন্তু তার পরেই যে প্রশ্নটা সব চেয়ে বড় হয়ে উঠছে, সভা কক্ষে এক সঙ্গে ১৯৪ জন বিধায়ক বসবেন কী ভাবে? নাম প্রকাশে অনিচ্ছুক এক বিধায়কের কথায়, ‘স্বাভাবিক সময়েও খুব গুরুত্বপূর্ণ অধিবেশন ছাড়া সব বিধায়ক একসঙ্গে বিধানসভায় থাকেন না। সে ক্ষেত্রে সই করে বিধায়করা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে রোটেশনাল রিপ্রেজেন্টেশনের পথে হাঁটতে পারেন৷’

দুদিনের সভার প্রথম দিন হতে পারে অবিচুয়ারি। দ্বিতীয় দিন সভায় উত্থাপিত হতে পারে কয়েকটি বিল।  তবে গোটা বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিধানসভা কর্তৃপক্ষ৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen