পতাকা ধরার লোক নেই, ওয়ার্ড-অঞ্চল-ব্লক কমিটি গড়তে নাজেহাল বঙ্গ বিজেপি

দলের অন্দরেই প্রশ্ন, কোথা থেকে আসবে ৬০ হাজার লোক? এখনও রাজ্যে ৫০ শতাংশ মণ্ডল কমিটিই তৈরি করতে পারেনি বিজেপি। সেখানে ব্লক-অঞ্চল-ওয়ার্ড কমিটি গড়তে নেমে কাদায় আটকে পড়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

June 26, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

রাজ্য বিজেপির কোন্দল যেন চোরাবালি, যতই কোন্দল মিটানোর চেষ্টা চলছে ততই বাড়ছে ফাটল! তৃণমূলস্তরে সংগঠনকে অক্সিজেন দিতে নতুন কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়ে মহা বিপদে বঙ্গ বিজেপি। পুরএলাকায় ওয়ার্ড, গ্রামাঞ্চলে অঞ্চল এবং ব্লক কমিটি গড়তে নেমে গর্তে পড়েছে গেরুয়া শিবিরকে।

ওয়ার্ড, অঞ্চল এবং ব্লক; তিনটি কমিটি নতুন করে সাজাতে প্রায় ৬০ হাজার জন কর্মীর প্রয়োজন। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন, কোথা থেকে আসবে ৬০ হাজার লোক? এখনও রাজ্যে ৫০ শতাংশ মণ্ডল কমিটিই তৈরি করতে পারেনি বিজেপি। সেখানে ব্লক-অঞ্চল-ওয়ার্ড কমিটি গড়তে নেমে কাদায় আটকে পড়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

নাড্ডা ও বি এল সন্তোষদের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন করে অঞ্চল ও ব্লক কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকে। বাস্তবে ​নিচুতলায় বিজেপির পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে, নতুন করে বঙ্গ বিজেপির নেতাদের চিন্তা বাড়ল।

সম্প্রতি বিজেপি সভাপতি নাড্ডার উপস্থিতিতে কলকাতায় রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠক হয়েছিল। সেখানেই ওয়ার্ড ও অঞ্চল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দুই কমিটির উপরে থাকবে ব্লক কমিটি। তিন ধরনের কমিটিতে ৮ থেকে ৯ জন করে সদস্য থাকবে। এখন রাজ্যে ৪৮০০ অঞ্চল রয়েছে। ব্লক রয়েছে ৩৬৮টি। ওয়ার্ড ধরলে সংখ্যা ৬ হাজারেরও বেশি। ৬ হাজারটি নতুন কমিটির প্রত্যেকটিতে যদি ১০ জন করেও সদস্য রাখতে হয়, তবে ৬০ হাজার জন লোক দরকার।​​

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen