সরকারি সমস্ত দপ্তরের ছুটি বাতিল করল রাজ্য, বেসরকারি স্কুলগুলিও বন্ধ রাখার অনুরোধ মুখ্যমন্ত্রীর

আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিল ভাল হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।

May 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় সেনা বাহিনীর অপারেশন সিঁদুরের জেরে বিধ্বস্ত পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতের ওই ঘটনার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সেই সম্পর্কে কিছু বলতে চাননি মমতা। তবে তিনি বলেন, ‘‘আমরা সবাই দেশের পক্ষে।’’ বর্তমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’ মমতার পরামর্শ, কোনও খবর বা তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। একই সঙ্গে মমতা বলেন, ‘‘বিভ্রান্তকর বা প্ররোচনামূলক খবর ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এখন দেশকে রক্ষা করার সময়।’’

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতির কারণে এখন থেকে সরকারি সমস্ত দপ্তরের ছুটি বাতিল করা হল। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে বেসরকারি স্কুলগুলির কাছেও এই সময় স্কুল বন্ধ রাখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। বেসরকারি স্কুলগুলোও যদি ছুটি দিয়ে দেয়। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিল ভাল হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।

বিভিন্ন সময় কেন্দ্র-রাজ্যের মতপার্থক্য় সামনে এসেছে। কিন্তু জাতীয় স্বার্থে রাজ্য সরকার সবসময় কেন্দ্রের পাশে রয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বললেন, ”কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করব। সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা লড়াই। এই সময়ে কোনও বিভেদ নেই। আমরা সবাই দেশের পক্ষে।” সাধারণ মানুষের উদ্দেশে মমতার বার্তা, “আমরা দেশকে ভালোবাসি। বাংলা দেশের জন্য চিরকাল প্রাণ দিয়েছে। সবটা আগলে রাখুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen