নজির গড়ার পথে সবুজসাথী, সমাজ মাধ্যমে কী লিখলেন মমতা?

এবারে সারা রাজ্যে সাড়ে ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল বিতরণ করা হবে। আজ, মঙ্গলবার সাইকেল বিতরণের আনুষ্ঠানিক সূচনা হল পূর্ব বর্ধমান থেকে।

August 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৮: আজ, মঙ্গলবার পূর্ব বর্ধমানে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী নিজে ২০২৫ সালের নবম শ্রেণির পড়ুয়াদের জন্য সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সবুজসাথী প্রকল্পে ধাপে ধাপে মোট ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ করেছে রাজ্য সরকার। এবারে সারা রাজ্যে সাড়ে ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল বিতরণ করা হবে। আজ, মঙ্গলবার সাইকেল বিতরণের আনুষ্ঠানিক সূচনা হল পূর্ব বর্ধমান থেকে।

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে লেখেন, ‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ ‘সবুজসাথী’ প্রকল্পর একাদশ পর্যায়ের সাইকেল বিতরণ আমরা শুরু করলাম। আজ পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এর শুভসূচনা করা হল। এই পর্যায়ে, ২০২৫ সালে সরকারি স্কুলে নবম শ্রেণিতে পড়ে এমন ১২ লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী এই সাইকেল পাবে। এর জন্য আমাদের খরচ হবে ৫২৫ কোটি টাকা। আজই সারা রাজ্যজুড়ে ৫০ হাজারের বেশি সাইকেল বিতরণ করা হচ্ছে। বাকি সাইকেলও শিগ্‌গিরই দিয়ে দেওয়া হবে।’’

প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, ‘‘২০১৫-১৬ সালে চালু হবার পর থেকে সবুজসাথী প্রকল্পে, বিগত দশটি পর্যায়ে ইতিমধ্যেই ১ কোটি ৩৮ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি। মোট খরচ হয়েছে প্রায় ৪,৭৩০ কোটি টাকা।’’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, ‘‘আমাদের বিশ্বজয়ী প্রকল্প ‘সবুজ সাথী’। এর আওতায় বিনামূল্যে সাইকেল পেয়ে আমার ছাত্রছাত্রীদের খুব উপকার হয়েছে। স্কুলে যাবার পথে গাড়িঘোড়ার বাধা তাদের আর ভোগ করতে হয় না। এখন তারা সহজেই সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারে। আমাদের সরকারের সময়কালে শিক্ষার সর্বস্তরে যে ড্রপ-আউট উল্লেখযোগ্যভাবে কমেছে তার পেছনে এই প্রকল্পের ভূমিকাও অনস্বীকার্য। আর একটি বড় ব্যাপার হল, আমাদের এই যুগান্তকারী প্রকল্প সম্পূর্ণভাবে পরিবেশ-বান্ধব। আমি আমার সকল ছাত্রছাত্রী সহ সারা বাংলার মানুষকে জানাই উষ্ণ অভিনন্দন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen