বাংলায় করোনা আক্রান্ত আরও ১১২ জন, মৃত বেড়ে ৭২

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। বুধবার আরও ১১২ জনের শরীরে এই মারণে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। যার ফলে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫৬ জন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

May 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। বুধবার আরও ১১২ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। যার ফলে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৫৬ জন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন আরও ৪ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৭২ হয়েছে বলে জানিয়েছে নবান্ন।

স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২৭,৫৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামীদিনে আরও বেশি বেশি করে করোনার টেস্ট করাতে চায় রাজ্য সরকার। এই মুহূর্তে রাজ্যে ১৫টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ১০টি সরকারি ও বাকিগুলি বেসরকারি। সরকারি-বেসরকারি মিলিয়ে আরও ১২টি ল্যাবে পরীক্ষার অনুমতি চেয়ে নবান্নের তরফে আইসিএমআরের কাছে আবেদন করা হয়েছে।

বাংলায় করোনা আক্রান্ত আরও ১১২ জন, মৃত বেড়ে ৭২

এদিকে, কেউ চাইলেই করোনা পরীক্ষা করাতে যেতে পারবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। তিনি জানিয়েছেন, করোনা পরীক্ষা নিয়ে আইসিএমআরের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন অনুসারে সমস্ত টেস্ট চলছে।

ভিন রাজ্যে আটকা পড়া ছাত্রছাত্রী, চিকিৎসা করাতে গিয়ে অথবা তীর্থযাত্রী ও আটকা পড়া পরিযায়ী শ্রমিক নিজ গাড়িতে ফিরতে চাইলে তাঁদের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এন্ট্রি পাশ পাবেন। একমাত্র ওই এন্ট্রি পাশ দেখিয়ে ভিন রাজ্যে আটকে পড়া মানুষজন এই রাজ্যে প্রবেশ করতে পারবেন বলে জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen