রাজ্যে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ

মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,২৪৮। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৭.৭৩ শতাংশে। সংক্রমণের হার কমে হয়েছে ৬.৮৮ শতাংশ।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অনেকটাই কমছে, গত ২৪ ঘণ্টায় ফের নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। কমেছে মৃতের সংখ্যাও। তবে সুস্থতার সংখ্যা কমায় বাড়ল অ্যাক্টিভ কেস।

এদিন রাজ্যে ৬২ হাজারের কিছু বেশি করোনার (Covid-19) নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৪,২৮৬ জনের দেহে করোনা ধরা পড়েছে। ফলে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১৪,৫৭,২৭৩। এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৩,১৪৯ জন।

শনিবারের বুলেটিন অনুসারে রাজ্যে মৃত্যু হয়েছে ৮১ জনের। যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ১৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজ্যে অ্যাক্টিভ কেস বেড়েছে ১,০৫৬টি। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,২৪৮। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৭.৭৩ শতাংশে। সংক্রমণের হার কমে হয়েছে ৬.৮৮ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen