১৩০০র নীচে নামলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ
রবিবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।
Authored By:

রবিবার রাজ্যে ১,২৯৭ জন করোনা (Covid-19) আক্রান্তের খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনায় সামান্য বেড়েছে সংক্রমণ। সেখানে আক্রান্ত ১৭২। পশ্চিম মেদিনীপুরে ১৫৬, দার্জিলিংয়ে ১২২ ও কলকাতায় ১১১ জনের দেহে সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৫.০৫ লক্ষ।
রবিবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতা ও নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জন করে করোনারোগীর।
এদিন রাজ্যে (West Bengal) করোনা থেকে সেরে উঠেছেন ১,৭৭৭ জন। তার ফলে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১৪.৬৮ লক্ষ। রাজ্যে এদিন অ্যাক্টিভ কেস কমেছে ৫০০টি। যার ফলে মোট অ্যাক্টিভ কেস কমে হয়েছে ১৮,৭৮০।
পশ্চিমবঙ্গে এদিন পরীক্ষা হয়েছে ৫২,২২৪টি করোনার নমুনা। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৭ শতাংশ। সার্বিক সংক্রমণের হার কমে হয়েছে ২.৪৮ শতাংশ।
এদিন রাজ্যে ১ এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নামল সংক্রমণ। ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নামল দৈনিক মৃত্যু।