রাজ্যে গতকালের তুলনায় বাড়ল সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ৪১৩৯ জন
Authored By:

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩৮ জন। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ২৯১। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ৪১৩৯ জন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৭৪৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।
একদিনে ৮ হাজার ৫০১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৫ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৭২ হাজার ৪৬৫ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ২৮ লক্ষ ৭৩ হাজার ২৯৮ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।