রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে প্রায় ৯৬ শতাংশ
রবিবার সকাল ১০টায় মোমিনপুর, ট্যাংরা সহ শহরের কিছু জায়গায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবী শেঠি।

রাজ্যে করোনা (covid 19) রোগীদের সুস্থতার হার বেড়ে হলো প্রায় ৯৬ শতাংশ। শনিবার স্বাস্থ্যদপ্তরের বুলেটিন থেকে এই তথ্য উঠে এসেছে। এক মাস আগে এই সুস্থতার হারই ছিল অনেক কম, ৮৫ শতাংশ। ফলে একদিকে দৈনিক সংক্রমণ যেমন কমছে, রোগীরা এখন আগের থেকে অনেক বেশি সংখ্যায় সুস্থও হচ্ছেন। এদিন রাজ্যের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৬৮২ জন। মৃত্যু হয়েছে ১১৮ জনের। এদিকে, রাজ্য সরকার এক নির্দেশনামা জারি করে বিভিন্ন কেবল টিভি এবং টিভি চ্যানেলের কর্মী, ক্ষুদ্র শিল্পী, তাঁতি, খাদি শিল্পে যুক্ত কর্মী, হিমঘর, রাইস, আটা-ময়দার মিল শ্রমিক, পর্যটন শিল্পে যুক্ত কর্মী, পরিচারিকা প্রভৃতি পেশাজীবীদেরও টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে।
অন্যদিকে, তোসিলিজুমাব নিয়ে মেডিক্যাল কলেজের তদন্ত কমিটি তাদের রিপোর্ট শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যভবনে জমা করেছে। এছাড়া রাজ্যজুড়ে মিউকরমাইকোসিস নিয়েও উদ্বেগ বাড়ছে। এই ওষুধের সঙ্কটের কথা বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্যদপ্তরে জানিয়েছে। আর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ‘ভ্যাকসিনের খোঁজে’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী হবে। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ দেশের পাঁচটি জায়গায় প্রদর্শনী হবে। আজ, রবিবার সকাল ১০টায় মোমিনপুর, ট্যাংরা সহ শহরের কিছু জায়গায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবী শেঠি।