১৯ দিন পর ফের করোনায় মৃত্যু বাংলায়, তবে কমল সংক্রমণ

শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ১৩ হাজার ৪৯৯ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেওয়া শুরু হয়েছে প্রিকশন ডোজ । বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শনিবার পর্যন্ত ২৩ লক্ষ ৪৯ হাজার ৯৯১টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

April 23, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

ফের দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। ভয় ধরাচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি। এর মাঝেই ১৯ দিন পর ফের করোনায় মৃত্যু দেখল বাংলা। তবে স্বস্তি দিয়ে শুক্রবারের তুলনায় কমল সংক্রমণ। করোনার চতুর্থ ঢেউ রুখতে নিয়মিত করোনাবিধি মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩১ জনের শরীরে করোনা (COVID-19) সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। যা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা কম। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯৭১। ১৯ দিন পর করোনায় মৃত্যু হল বাংলায়।

গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হল একজনের। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০১ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দৈনিক সুস্থতায় কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৫২৪ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।

করোনার চতুর্থ ঢেউ রুখতে টিকাকরণে জোর দিয়েছে বিশেষজ্ঞরা। শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ১৩ হাজার ৪৯৯ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেওয়া শুরু হয়েছে প্রিকশন ডোজ । বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শনিবার পর্যন্ত ২৩ লক্ষ ৪৯ হাজার ৯৯১টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

গত ২০২০ সালের শুরু থেকেই করোনায় থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য ও কেন্দ্র সরকার। সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এখনও একই পরামর্শ তাঁদের। তবে আমজনতার মধ্যে টেস্টিংয়ের আগ্রহ কমেছে কিছুটা। একদিনে ৯ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার পর্যন্ত বাংলায় মোট ২ কোটি ৪৯ লক্ষ ৮৫ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৩ শতাংশ। যা শুক্রবারের তুলনায় কম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen