MGNREGA-র পর এবার বাংলার Mid Day Meal-এর টাকা আটকে কেন্দ্রের কাছে

মিড ডে মিল প্রকল্পের মধ্যে বিভিন্ন খাতে যে বরাদ্দ কেন্দ্র পাঠায়, সেগুলি পিএফএমএস পোর্টালে খাপ খাচ্ছে না। সেই প্রযুক্তিগত ত্রুটি সমাধান না হলে টাকা পাওয়ার আশা ক্ষীণ।

August 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
মিড ডে মিল, ফাইল চিত্র

চলতি অর্থবর্ষের পাঁচ মাস কেটে যাওয়ার পরও পশ্চিমবঙ্গ সরকার মিড ডে মিলে (Mid Day Meal) কেন্দ্রীয় বরাদ্দের অংশের কোনও টাকাই পায়নি। মিড ডে মিল প্রকল্প নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। মোদী সরকার প্রথমে এই প্রকল্পের নাম বদলে ‘প্রধানমন্ত্রী পোষণ যোজনা’ রেখেছে। তারপরই এই খাতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে চলতি আর্থিক বছরের বাজেটে। এর ফলে বরাদ্দও কমেছে রাজ্য পিছুও। এদিকে কেন্দ্রীয় পোর্টালের ব্যর্থতার জেরে পশ্চিমবঙ্গের কপালে সেই বরাদ্দের এক ফোটাও জোটেনি।

মোদী সরকার (Modi Govt) যে ১০০ দিনের কাজে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না, এই অভিযোগে নতুন নয়। কেন্দ্রে দাবিদাওয়া মানার পরও চলছে অপেক্ষা।এরই সঙ্গে এবার জুড়েছে মিড ডে মিল এবং পোর্টাল সংক্রান্ত ‘সমস্যা’। কেন্দ্র এখন যাবতীয় বেতন, প্রকল্পের বরাদ্দ ‘পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ (পিএফএমএস) পোর্টালের মাধ্যমে দিতে শুরু করে। অথচ, পোর্টালটির নাকি প্রযুক্তিগত নানাবিধ সমস্যা তৈরি হয়েছে প্রথম থেকেই। বেতন থেকে প্রকল্পের বরাদ্দ, অনেক কিছুই আটকে গিয়েছে,কোনও না কোনও সময়ে। মিড ডে মিল প্রকল্পের মধ্যে বিভিন্ন খাতে যে বরাদ্দ কেন্দ্র পাঠায়, সেগুলি পিএফএমএস (PFMS) পোর্টালে খাপ খাচ্ছে না। সেই প্রযুক্তিগত ত্রুটি সমাধান না হলে টাকা পাওয়ার আশা ক্ষীণ।

২০২২-২৩ অর্থবর্ষে মিড মে মিল খাতে ধার্যের পরিমাণ ২৩৮৬ কোটি ৬৩ লক্ষ টাকা রাজ্য বাজেটে। সেই অনুযায়ী ১৫০০ কোটি টাকারও বেশি কেন্দ্রীয় বরাদ্দ আসার কথা। সেই টাকা পাঠাতে পারছে না মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen