যক্ষ্মা রোগীদের জন্য ওষুধ পাঠাচ্ছে না কেন্দ্র, নিজেদের উদ্যোগে ৫০ লাখ ট্যাবলেট কিনল রাজ্য

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক টানা কয়েকমাস ধরে বাংলার যক্ষ্মা রোগীদের জন্য ওষুধ না পাঠানোয় তৈরি হয়েছিল ভয়ানক পরিস্থিতি।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ বর্তমান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক টানা কয়েকমাস ধরে বাংলার যক্ষ্মা রোগীদের জন্য ওষুধ না পাঠানোয় তৈরি হয়েছিল ভয়ানক পরিস্থিতি। বাংলা সহ বিভিন্ন রাজ্যে হু হু করে টিবি বেড়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। সাধারণ যক্ষ্মায় আক্রান্ত রোগীদের মাল্টি বা এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মায় সংক্রামিত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। পাশাপাশি যক্ষ্মা রোগীদের আশপাশের মানুষদের মধ্যেও সংক্রমণের আশঙ্কা থাকে। বাংলায় ১ লক্ষ ২ হাজার মানুষের এই সংক্রমণ গুণিতক হারে বেড়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন স্বাস্থ্যকর্তারাও। কারণ মাথা খুঁড়েও মিলছিল না যক্ষ্মার ওষুধ। এই পরিস্থিতিতে হাল ছাড়েনি রাজ্য। কেন্দ্রের ওষুধের অপেক্ষায় বসে না থেকে নবান্ন ও স্বাস্থ্যভবন সিদ্ধান্ত হয়, বাংলার রোগীদের জন্য যতটা ওষুধ লাগবে, তা কিনে নেবে রাজ্য। সেইমতো প্রায় ২ মাসের চেষ্টায় ৫০ লাখ মতো টিবির জীবনদায়ী ওষুধ কিনে নিল নবান্ন।

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, দু’ধরনের ট্যাবলেট কেনা হয়েছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকার ট্যাবলেট কেনা হয়েছে। বাংলার লক্ষাধিক টিবি রোগী চার ধরনের যক্ষ্মার ওষুধ পান। তাঁদের জন্য ২ মাসের স্টকের ওষুধ কিনে নেওয়া হয়েছে। বাগবাজার এবং শিলিগুড়ি স্টোরে ওষুধ পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি জেলা স্বাস্থ্যদপ্তরের ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরেও (ডিআরএস) পাঠানো হয়েছে ওষুধ। আগামী ক’দিনের মধ্যে রোগীদের কাছে তা পৌঁছে যাবে বলে জানিয়েছেন দপ্তরের এক পদস্থ কর্তা। স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী খবরের সত্যতা স্বীকার করে বলেন, সমস্যা মিটেছে। এরপর থেকে খুব প্রয়োজন পড়লে জেলাগুলি দরকারমতো ওষুধ কিনে নিতে পারবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen