বাংলায় কত জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান? বিধানসভায় তথ্য দিল রাজ্য সরকার

রাজ্য সরকার কত খরচ করে এই প্রকল্পের জন্য? শুক্রবার বিধানসভায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক প্রশ্নের জবাব দিল।

June 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া জন্যে এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তৃতীয় বার বাংলায় ক্ষমতায় এসে প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় মহিলারা এখন মাসিক হাজার টাকা করে পান। তপশিলি জাতির মহিলারা পান মাসিক ১২০০ টাকা। সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য সরকার।

রাজ্যের কত জন মহিলা এই প্রকল্পের সুবিধা পান? রাজ্য সরকার কত খরচ করে এই প্রকল্পের জন্য? শুক্রবার বিধানসভায় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক প্রশ্নের জবাব দিল। এদিন প্রশ্ন করেছিলেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। প্রশ্নের উত্তরে রাজ্যের নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় জানান, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দুই কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এতে রাজ্য সরকার ৪৮,৯৭২ কোটি টাকা ব্যয় করেছে।

নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ৬০ বছর বয়সের পর সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হয়। এখনও পর্যন্ত ছ’লক্ষ ৪ হাজার ৮৩৭ জনকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen