রূপান্তরকামীদের জন্য কোভিড হাসপাতালে বেড

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে যাতে হয়রানির শিকার না হতে হয়, তাই রূপান্তরকামীদের জন্য কলকাতার এমআর বাঙুর কোভিড হাসপাতালে তাঁদের জন্য বেড চিহ্নিত করা হল।

April 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে যাতে হয়রানির শিকার না হতে হয়, তাই রূপান্তরকামীদের জন্য কলকাতার এমআর বাঙুর কোভিড হাসপাতালে তাঁদের জন্য বেড চিহ্নিত করা হল। 

শনিবার, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, প্রবল শ্বাসকষ্টের সমস্যা থাকা রূপান্তরকামী পুরুষ ও মহিলাদের জন্য সারি (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস) ওয়ার্ডে চারটি করে বেড বরাদ্দ রাখা হবে। এবং কোনও রূপান্তরকামীর শরীরে করোনা ধরা পড়লে তাঁরা করোনা পুরুষ ও মহিলা ওয়ার্ডে বরাদ্দ একটি করে বেডে ভর্তি হতে পারবেন। 

রূপান্তরকামীদের জন্য কোভিড হাসপাতালে বেড

রূপান্তরকামীদের সংগঠন এটিএইচবি-র তরফে রঞ্জিতা সিনহা জানান, ‘রূপান্তরকামীদের সাধারণ হাসপাতালে ভর্তির ক্ষেত্রেই সমস্যা দেখা দেয় ওয়ার্ড নির্বাচন করার সময়। আমাদের তাই দাবি ছিল, যাতে রূপান্তরকামী পুরুষ ও মহিলাদের জন্য নির্দিষ্ট বেড চিহ্নিত করে রাখার। রাজ্য সরকার সেটা করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen