রাজ্যের প্রাইভেট স্কুলগুলি অফলাইনে ক্লাস করাতে পারবে না, জারি নির্দেশিকা

বিকাশ ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের প্রাইভেট স্কুলগুলি অফলাইনে ক্লাস করাতে পারবে না

May 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তীব্র দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে এনেছিল রাজ্য সরকার। সেই মতো সরকারি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে বেসরকারি স্কুলগুলি দিব্যি অফলাইন ক্লাস জারি রেখেছিল। এই আবহে গতকাল এক নির্দেশিকা জারি করে বিকাশ ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের প্রাইভেট স্কুলগুলি অফলাইনে ক্লাস করাতে পারবে না। যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনলাইন ক্লাস জারি রাখা যাবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, স্কুলের অফলাইন ক্লাস বন্ধের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন বিভিন্ন বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ। সেখানে সরকারের তরফে স্কুল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হয়, কেন স্কুল খোলা রয়েছে? তারপরই একাধিক স্কুল অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করে গতকালই। উল্লেখ্য, ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছে। অথচ বেসরকারি স্কুলগুলিতে অফলাইনে ক্লাস হচ্ছে। এই আবহে কড়া পদক্ষেপ সরকারের। স্কুল শিক্ষা দফতরের নির্দেশ, সমস্ত স্কুলকেই সরকারি নির্দেশ মেনে অফলাইন ক্লাস বন্ধ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen